ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

রাবিতে প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩, ৬:৫৩ অপরাহ্ণ

Link Copied!

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীন ভয়েস’র উদ্দ্যােগে দ্বিতীয় বারের মতো মোট সাড়ে চার শতাধিক নারী শিক্ষার্থীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালার আয়োজন করে বহ্নিশিখা, গ্রীন ভয়েস।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান অন্তরের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় একজন কিশোরীর প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ে জ্ঞান বৃদ্ধি, দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও জীবন দক্ষতা তৈরী করার বিভিন্ন দিক কর্মশালায় তুলে ধরা হয়। বয়ঃসন্ধিকালে সেবা নিশ্চিতের পাশাপাশি তাদের সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি করে দেওয়াই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য।

কর্মশালাটিতে বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য মূলক পরামর্শ দেন এমবিবিএস, সাধারণ ফিজিশিয়ান ডা.লায়লাতুল ফেরদৌস।

শেষে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার নিশ্চিতের পাশাপাশি ১প্যাকেট স্যানিটারি ন্যাপকিন উপহার দেয় গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

গ্রীন ভয়েস রাবি শাখার সাংগঠনিক সম্পাদক জান্নাতুন নাঈম তুহিনার সঞ্চালনায় এ কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর পরিচালক ড. সাবরিনা নাজ ও গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,ইডেন মহিলা কলেজ প্রতিনিধি, রাজশাহী কলেজ ও রাজশাহী জেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এদিকে গ্রীন ভয়েস এর অঙ্গসংগঠন বহ্নিশিখা সম্পর্কে বক্তৃতা রাখেন গ্রীন ভয়েস প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব ও সহ-সভাপতি সামিউল ইসলাম।

উল্লেখ্য, গ্রীন ভয়েস এর নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন হচ্ছে বহ্নিশিখা। বহ্নিশিখা ১৫ জুন ২০২০ সাল থেকে সারাদেশে মেয়েদের শারীরিক, মানসিক, সামাজিক জ্ঞানগত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ভাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বহ্নিশিখার কর্মপরিধি ৭টি ভাগে বিভক্ত – যার মধ্যে ‘পরসেবায় নারী’ একজন নারীর যেকোনো সমস্যায় পাশে থাকা এবং তাকে সাহস দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা।

560 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা