রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নারিকেল বাড়িয়া ক্যাম্পাসে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ও ব্র্যাক।
ওই অনুষদের ডিন অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।