আব্দুর রহিম,রাজশাহী :
রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ ফরিদ উদ্দীন গতকাল শনিবার দুপুরে যোহরের নামাজ পড়ে মসজিদ থেকে ফিরে নিজ কার্যালয়ে যাওয়ার পথে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী তাকে ধরে নিয়ে গিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়।
এই জঘন্য ঘটনার সাথে জড়িত সকল ছাত্রলীগের নেতা কর্মীদের দ্রুত গ্রেফতার এবং বিচার নিশ্চিত করার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা আজ রবিবার রাজশাহী পলিটিক ইন্সটিটিউটে আন্দোলন করেন।
ছাত্রলীগের উপর ক্ষুদ্ধ হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ছাত্রলীগের সকল ব্যানার, ফেস্টুন নামিয়ে ফেলে।
তাদের দাবি ছাত্রলীগের সকল অছাত্র সূলভ আচরন পরিহার করতে হবে,এবং সকল দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য যে, ক্লাসে উপস্থিতি কম থাকায় দুইজন ছাত্রের ফরম পূরণ হয়নি। সেই দুই ছাত্রের ফরম পূরণ করানোর জন্য কয়েকজন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদের কাছে যান,
কিন্তু অধ্যক্ষ বিভাগীয় প্রধানের কাছে যেতে বলেন। এসময় তারা অশালীন মন্তব্য করে। এতে অধ্যক্ষ তাদের উপর ক্ষুদ্ধ হয়ে কয়েকটি কথা বলে। এর পর তারা অধ্যক্ষর উপর ক্ষুদ্ধ হয়ে বের হয়ে যায়।
এবং শনিবার দুপুরের দিকে অধ্যক্ষ মসজিদ হতে নামাজ পড়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী তাকে ধরে নিয়ে গিয়ে পুকুরের পানিতে ফেলে দেন।