মুহাম্মদ মারুফ, মোর্তজা হাসান, মাসুম বিল্লাহ গুলজার ও শাব্বীর আহমদ গোফরান (বাঁ থেকে) |সংগৃহীত
মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশী শিক্ষার্থীরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে ৫ বাংলাদেশী শিক্ষার্থী প্রথম স্থানসহ মোট পাঁচটি পুরস্কার লাভ করে বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
মঙ্গলবার (১ জুলাই) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম বিল্লাহ গুলজার বিষয়টি নিশ্চিত করে জানান, আল-আজহার ইসলামিক রিসার্চ একাডেমি আয়োজিত ‘সাকাফাতু বিলাদি’ শিরোনামের এই প্রতিযোগিতায় ভাষাগত দক্ষতা, দেশীয় সংস্কৃতি, অঙ্কন এবং প্রযুক্তিনির্ভর প্রতিভার স্বাক্ষর দেখিয়ে শিক্ষার্থীরা এই পুরস্কার লাভ করেছেন।
মাসুম বিল্লাহ গুলজারও প্রতিযোগিতায় মোহাম্মদ শাব্বীর আহমদ গোফরান নামে আরেক বাংলাদেশী শিক্ষার্থীর সাথে যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করেছেন। তারা পুরস্কার স্বরূপ পেয়েছেন ৫ হাজার মিসরীয় পাউন্ড।
তারা ছাড়াও তালিকায় আরো যেসব বাংলাদেশী শিক্ষার্থী রয়েছেন, তারা হলেন— ময়মনসিংহের মুহাম্মদ মারুফ প্রথম স্থান অর্জন করে ২৫ হাজার মিশরীয় পাউন্ড এবং ঢাকার মোর্তজা হাসান ও ইনজামুল হক রাফি চতুর্থ স্থান অর্জন করে ৭ হাজার পাউন্ড করে পুরস্কার জিতেছেন।
একইসাথে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থের পাশাপাশি পর্যটন শিক্ষা ভ্রমণ এবং গবেষণা বিষয়ক গ্রন্থও উপহার দেয়া হয়।
এই প্রতিযোগিতার আয়োজন তত্ত্বাবধান করেন আল-আজহারের গ্র্যান্ড ইমাম শায়খ আহমাদ আত-তাইয়েব ও প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ আল-জেন্ডি। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শিক্ষাবিদ, ভাষাবিদ, প্রযুক্তিবিদ এবং সংস্কৃতি বিশিষ্ট ব্যক্তিরা। কয়েক ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনাল পর্ব সম্পন্ন হয় গত ২২ জুন, আর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয় একই মাসের ২৭ তারিখ।
বাংলাদেশী শিক্ষার্থীদের এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মঞ্চে মেধা, প্রতিভা ও সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জনে মিসরে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি এবং আল-আজহারে অধ্যয়নরত অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও আনন্দ অনুভূত হয়েছে।