নিজস্ব প্রতিবেদক:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাণীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়। এ স্কুলের এসএসসি ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পহেলা মে (রবিবার) উপজেলার রাণীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় ক্যাম্পাসে পুনর্মিলনী ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
স্কুল ও কলেজের পাঠ চুকিয়ে এখন তাঁরা জীবিকার তাগিদে অনেকেই জড়িয়েছেন নানান পেশায়। স্কুল জীবন পেরিয়ে গেলেও বন্ধুত্বের অটুট বন্ধনে তাঁরা একত্রিত হয়েছেন।
দুপুর থেকেই রাণীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত ছিলো এসএসসি ব্যাচ-২০১৬ এর শিক্ষার্থীদের পদচারনায়। দীর্ঘদিন পর স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে আনন্দের সীমা ছিলো না। বন্ধুদের কাছে পেয়ে ক্যামেরাবন্দী হতে ভুলেননি কেউ। পরে এই পুনর্মিলনীর সমাপ্তি ঘটে ইফতার মাহফিলের মধ্য দিয়ে। এতে ব্যাচটির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। প্রতিবছর এমন আয়োজন ও ঈদুল আযহায় বড় পরিসরে পুনর্মিলনী করার প্রত্যয় ব্যাক্ত করেন শিক্ষার্থীরা।
রাফিউল ইসলাম রাব্বি/এনভি