
চবি প্রতিবেদক :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
শনিবার (২২ নভেম্বর) রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়। নোটিশটি প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদ মোহাম্মদ রেদোয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক জমাদিউল আউয়াল সুজাত ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিমের বরাবর।
প্রকাশিত নোটিশে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় ছাত্রদলের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও নীতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন্দ্রীয় দপ্তরে বিভিন্ন অভিযোগ এসেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
ওই নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নোটিশ প্রদানের নির্দেশনা অনুমোদন করেছেন। কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে উল্লিখিত ব্যক্তিদের লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ২০-২১ সেশনের এক শিক্ষার্থীকে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইট সংলগ্ন রাহমানিয়া হোটেলের সামনে হামলা ও মারধরের অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একগুচ্ছ নেতাকর্মীর বিরুদ্ধে। এরপর গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগপত্র দেন ভুক্তভোগী শিক্ষার্থী মো. আলমাস রাফিদ। হামলার সময় তাকে ইট দিয়ে মাথা থ্যাঁতলে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
ভুক্তভোগী আলমাস রাফিদ চারুকলা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। অভিযুক্ত ছাত্রদল নেতা-কর্মীরা শাখা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুনের অনুসারী বলে জানিয়েছে ভুক্তভোগী। তবে তাকে মারধরের ঘটনায় জড়িত ছিলেন শাখা ছাত্রদল নেতা মোহাম্মদ ফাহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক জমাদিউল আউয়াল সুজাত, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদ মো. রিদওয়ান, আরিফসহ ছাত্রদলের একগুচ্ছ নেতা-কর্মী, বলেন আলমাস রাফিদ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০