আব্দুল্লাহ আল নাঈম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:
ক্যাম্পাসে ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ আমির হামজা। ছোটবেলা থেকেই প্রবল ঝোঁক খেলাধুলার বিষয়ে, পড়াশোনাও করছেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স অ্যান্ড বিভাগের ২০২৩-২০২৪ সেশনে।
সেই ধারাবাহিকতায় এবার হল সংসদ থেকে শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চার সুরক্ষা নিশ্চিতের দাবিতে নির্বাচনী মাঠে আছেন তিনি।
সম্প্রতি জুলাই বিপ্লবে সংঘটিত ছাত্র-জনতার ওপরে হামলা ও গণহত্যা পরবর্তী মামলায় ব্যারিস্টার সুমন এখন কারাগারে। এরআগে ব্যারিস্টার সুমন ফুটবল মাঠে গিয়ে তার এলাকার স্থানীয় গ্রামীণ ছেলেদের পুরস্কার দেওয়ার উদ্দেশ্যে বলেছিলেন, ভালো খেলাধুলা দেখাইতে পারলে ‘১৩টা গরু বিক্রি করে দেবেন’। সেই আদলে নির্বাচনী প্রচারণা হিসেবে একটি ভিডিও বানিয়েছে আলোচনায় আমির হামজা। সেটি বানানোর পরে ভিডিওটি ক্যাম্পাসের গ্রুপগুলোতে ভাইরাল হয়ে যায়। কেউ হাসিখুশিতে মেতে উঠছেন ভিডিও নিয়ে, আবার কেউ দিচ্ছেন বিভিন্ন মতামত। ভোটের আগের দিন পর্যন্ত নিয়মিত এরকম ভিডিও প্রচার করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবারের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর হল সংসদ থেকে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আমির হামজা। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের চেয়ে এটি একটি বৈচিত্র্যপূর্ণ হল। এই হলে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস ৬০ শতাংশ, অন্যদিকে বাঙ্গালী জনগোষ্ঠীর বসবাস বাকি ৪০ শতাংশ।
হলমেটদের উদ্দ্যেশ্যে আমির হামজা বলেন, অনেকের বদ্ধমূল ধারণা নৃগোষ্ঠী বা আদিবাসী শিক্ষার্থীরা আক্রমণাত্নক হয়, এসব ধারণা একদমই ভুল। আমার বন্ধু, রুমমেট ও হলমেট যারা রয়েছেন তারা খুবই আন্তরিকতায় পূর্ণ মানুষ। চালচলন কাজকর্ম আচরণে খুবই শালীন ও ভদ্র। সবার সাথেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
নির্বাচনী ইশতেহার প্রদান করে প্রার্থী আমির হামজা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে চাই। হল সংলগ্ন ক্রিকেট ও ফুটবলের আধুনিক মাঠ নিশ্চিত করতে চাই, টুর্নামেন্টের ও ইভেন্টের আয়োজন করতে চাই। আমার হলের প্রতিটি শিক্ষার্থীর একজন বিশ্বস্ত কন্ঠস্বর হতে চাই।
হামজা আরো বলেন, আমাকে ভোট ও সমর্থন দিলে অতীশ দীপঙ্কর হলে খেলাধুলা ও ক্রীড়া সংক্রান্ত যে সকল সংকট রয়েছে, আমি এর দেখভাল করব। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীর ফিট রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিব এবং সেই সাথে প্রতিটি কাজ জুনিয়র, সহপাঠী ও সিনিয়র ভাইদের সাথে শলাপরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিতে সচেষ্ট থাকব।
হামজার ইশতেহারগুলো—
০১. হলের বাইরে নিজস্ব খেলার মাঠ এবং হলের ভেতরের মাঠে ভলিবল ও ব্যাডমিন্টন কোর্টের কাজ সম্পন্ন করা।
০২. হলের ইনডোর ও আউটডোর গেমসের সরঞ্জামাদি উন্নয়ন ও সংরক্ষণ। সেই সাথে হলে জিম ফ্যাসিলিটি নিশ্চিত করা।
০৩. একটি স্পোর্টস ক্লাব গঠন করা এবং বছরের বিভিন্ন মৌসুমে আন্তঃকক্ষ বা আন্তঃবিভাগ বা আন্তঃসেশন ইন্ডোর ও আউটডোর টুর্নামেন্ট আয়োজন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের সম্মাননা, ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান নিশ্চিত করা।
০৪. বার্ষিক ক্রীড়া ও আন্তঃহল প্রতিযোগিতায় খেলোয়াড়দের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে প্রতিভা অন্বেষণ করা এবং বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অতীশ দীপঙ্কর হলের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ।
০৫. অভিজ্ঞ খেলোয়াড়দের মাধ্যমে নতুনদের জন্য প্রশিক্ষণ ক্যাম্পের ব্যবস্থা এবং প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে বিশেষ সহায়তা করা।
০৬. হলের পার্শ্ববর্তী সুইমিং পুল সংস্কার ও সেই সাথে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা।
০৭. সর্বোপরি খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব বৃদ্ধি এবং প্রতিটি শিক্ষার্থীকে খেলাধুলায় সম্পৃক্ত করার চেষ্টা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০