

নিজস্ব প্রতিবেদক :
সম্প্রতি নতুন শিক্ষা কারিকুলামের ট্রান্সজেন্ডার মতবাদের বিপক্ষে বক্তব্য দেওয়ার কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাব কে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ইস্যুতে সোশাল মিডিয়ায় উত্তাল।
পাশাপাশি ব্রাক ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা কর্তৃপক্ষের এমন অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাকের মেরুল বাড্ডার মূল ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেছে।শিক্ষার্থীদের পক্ষে দুইটি দাবি তোলা হয়েছে।
১) অন্যায় ভাবে চাকরিচ্যুত শিক্ষক আসিফ মাহতাব উৎসের চাকরি ফিরিয়ে দিতে হবে।
২) পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত বিতর্কিত ট্রান্সজেন্ডার সংক্রান্ত অনুচ্ছেদগুলো বাদ দিতে হবে।
এই দুইটি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০