বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ পিঠাপুলির দেশ। এদেশের নারীরা বিভিন্ন ঋতুতে নানা রকমের সুস্বাদু পিঠা তৈরি করেন। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইয়েও বাংলাদেশের পিঠাপুলির উপর নির্দিষ্ট পাঠ রয়েছে। শিক্ষার্থীরা পিঠাপুলির নাম পাঠ্যবই থেকে শেখার পাশাপাশি বাস্তবে স্বচোখে দেখলে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। তাই বিদ্যালয়ে সহ-পাঠক্রমের সৃজনশীল কাজের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন স্থায়ী হওয়ার পাশাপাশি তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল মানুষ ভূমিকা রাখলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের পথ সুগম হবে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বোয়ালখালীর দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিকাশ ধর এসব কথা বলেন।
বাসুদেব ঘোষ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক ইসলাম। সহকারী শিক্ষক মো. মনির হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আহলা বৈদ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সেন, সহকারী শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলার সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, বিদ্যালয়ের আহবায়ক কমিটির সদস্য মো. মোতাহের ইসলাম মিন্টু, এফ আর নুরুল হক হাইস্কুলের সহকারী শিক্ষক মো. শরীফুল ইসলাম।
এতে আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোজাম্মেল হক, সাইফুর রহমান প্রমুখ।