বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালী উপজেলায় নব যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বরণ অনুষ্ঠান আজ রবিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে (স্বাধীনতা) উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্যের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, বিকাশ ধর, শাহরিয়ার সুলতানা।
এতে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজির আহমদ, মোহাম্মদ জসীম উদ্দীন, সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন, মো. ফারুক ইসলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ নবযোগদানকৃত ৩৭ জন সহকারী শিক্ষককে শুভেচ্ছা জানিয়ে বলেন, শিশুদের শিক্ষার প্রথম ভিত্তি হলো প্রাথমিক স্তর। তাই প্রাথমিক বিদ্যালয় থেকে যদি কোমলমতি শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচর্যা করে গড়ে তোলা যায় তাহলে ভবিষ্যতে এসব শিক্ষার্থীরাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। সেসাথে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। তিনি, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।