ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
বৈরাগী হাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মংগলবার (২৫ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ ফেব্রুয়ারি সোমবার দিন ব্যাপী খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমুল্য চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং আগত অতিথি ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অতিথিগন।