রাফিউল ইসলাম(রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভিসির পদত্যাগ দাবি, আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতারা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। এ সময় সাধারণ শিক্ষার্থীরাও তাদের সঙ্গে একাত্মা ঘোষণা করে আন্দোলনে শরিক হয়।
বিশ্ববিদ্যালযের সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুলের নেতৃত্বে আধাঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে তারা।
বক্তারা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ, শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবি জানান।
এ সময় সংবাদিক সমিতির সদস্য রাব্বী হাসান সবুজ, সৌম্য সরকার, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নিমু, আলিফ, বায়েজিদ আহমেদ, আদনান, শিহাব, নাহিদ, হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০