
রংপুর ব্যুরো:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট হিসেবে দুই শিক্ষককে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মীর তামান্না ছিদ্দিকাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: গঙ্গাচড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী ও শিশু হাসপাতালে ভর্তি
উপাচার্য প্রফেসর ড.হাসিবুর রশীদ এর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাঁদের এই পদে দায়িত্ব প্রদান করা হয়।
এই নিয়োগ আদেশ ০১ জুন ২০২২ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।
উল্লেখ্য, গতকাল (৩১ মে) ওই দুই হল প্রভোস্ট পদত্যাগ করেন।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০