ঢাবি প্রতিনিধি :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরারকে পিটিয়ে হত্যার
প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা আজ ১২টায় বিক্ষোভ মিছিল করেন। রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাবির ক্যাম্পাস হয়ে বুয়েটের দিকে বিক্ষোভ মিছিল করে।
নিহত ছাত্র আবরার ফাহাদের(২১) মরদেহটি বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তিনি ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আবরার ভারতের বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট দেওয়ার কারণে তাকে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া যায়।
সাধারণ শিক্ষার্থী অবিলম্বে আবরার হত্যার বিচার দাবী করে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে বিভিন্ন শ্লোগান শুনা যায়। সাধারণ শিক্ষার্থীরা শ্লোগান দেন, আবরার হত্যার বিচার চাই, সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না চলে না। ছাত্রলীগের বিরুদ্ধে একশন একশন ডাইরেক্ট একশন, ছাত্রলীগের সন্ত্রাসীরা সাবধান হুশিয়ার, আমার ভাই হত্যাকে প্রশাসন জবাব চাই জবাব চাই, সন্ত্রাসীদের ফাঁসী চাই।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০