জবি প্রতিনিধি
তরুণ প্রজন্মের মাঝে দ্রুত বাড়তে থাকা থাইরয়েডজনিত সমস্যা মোকাবিলায় বায়োমেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠান BioTED-এর সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিনামূল্যে থাইরয়েড টেস্টের আয়োজন করতে যাচ্ছে জবি বাঁধন ইউনিট।
আগামী ২২ সেপ্টেম্বর, সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিষয়টি সংগঠনের সাধারণ সম্পাদক তাসলিমুল হাসান নিশাদ নিশ্চিত করেছেন।
বাঁধন জবি ইউনিটের সাধারণ সম্পাদক মো. তাসলিমুল হাসান নিশাদ বলেন,“বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে থাইরয়েড সমস্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। আমরা চাই সচেতনতা তৈরি হোক, সরকারি-বেসরকারি উদ্যোগ একত্রে কাজ করুক। তাহলেই এই চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আসবে এবং সুস্থ জাতি গঠন সম্ভব হবে।”
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে থাইরয়েড সম্পর্কিত সচেতনতা তৈরি ও প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
প্রসঙ্গত, দেশে বর্তমানে প্রায় ৩ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় আক্রান্ত। এ রোগের প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে হঠাৎ ওজন বৃদ্ধি বা হ্রাস, দীর্ঘদিন ক্লান্তিভাব, অনিয়মিত মাসিক বা অতিরিক্ত রক্তক্ষরণ, গলায় গোটা অনুভূত হওয়া, হৃৎস্পন্দনের পরিবর্তন, বারবার গর্ভপাত, গর্ভধারণে সমস্যা, হাড়ক্ষয়, বয়ঃসন্ধি বিলম্বিত হওয়া ও অবসন্নতা। সময়মতো চিকিৎসা না হলে এ সমস্যা ক্যানসারেও রূপ নিতে পারে।
BioTED-এর প্রতিষ্ঠাতা ড. সওগাতুল ইসলাম জানান,“থাইরয়েডজনিত সমস্যা মূলত দুই ধরনের হাইপার থাইরয়েডিজম (অতিরিক্ত হরমোন উৎপাদন) ও হাইপো থাইরয়েডিজম (হরমোন ঘাটতি)। উভয় ক্ষেত্রেই শারীরিক ও মানসিক স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলে। সম্প্রতি আমাদের এক গবেষণায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে এ রোগের হার আশঙ্কাজনকভাবে বেশি। তাই আমরা সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে থাইরয়েড স্ক্রিনিং কার্যক্রম হাতে নিয়েছি।”
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০