ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

বিজয়ের বর্ণিল সাজে সজ্জিত রাবি

প্রতিবেদক
admin
১৭ ডিসেম্বর ২০২৩, ২:০৭ অপরাহ্ণ

Link Copied!

আল মাহমুদ বিজয়, রাবি:

আজ বিজয় দিবস! বিজয় দিবস নামটি উচ্চারণ করলেই বাঙালির হৃদয়ে এসে ভিড় করে একরাশ স্মৃতি। দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের আজকের দিনে পাকিস্তানি বাহিনীর ৯১,৬৩৪ জন সদস্য আত্মসমর্পণ করার মধ্য দিয়ে বাঙালি এ দিনটি অর্জন করে। ১৯৭২ সাল থেকে বাংলাদেশে বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। নানা আয়োজনে শ্রদ্ধাভরে বীরসেনাদের স্মরণের মাধ্যমে বাঙালি এ দিনটি উদযাপন করে।

আয়োজনের কমতি নেই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসেও। প্রতি বছর দিনটি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন আলোকসজ্জিত করা হয়েছে। ক্যাম্পাসের প্রধান ফটক, জোহা চত্বর, শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী প্রশাসন ভবন, শহিদ মিনার, অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হলগুলো সেজেছে নববধূর সাজে।

নববধূর এ সাজের প্রতি ভালোবাসা ব্যক্ত করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শাকিল হোসেন শোভন বলেন, ‘দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী এক সংগ্রামের ফল আমাদের বিজয় দিবস। এ দিনে আমরা সবাই বিজয়ের উচ্ছাসে মেতে উঠি। বরাবরের মতো এবারও লাল সবুজ বর্ণালীতে সেজে উঠেছে আমাদের রাবি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে প্রশাসনিক ভবন, পুরো অংশটিতেই ধরা দিয়েছে লাল সবুজের আলোকছটার অনন্য ঢেউ খেলা। সত্যিই এ যেন এক অভূতপূর্ব দৃশ্যায়ন। যা স্বাধীনচেতা বাঙালী জাতির বিজয় উল্লাসকে ধারণ করে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণেও বসানো হয়েছে চমকপ্রদ আলোক যন্ত্র। সত্যিই ১৬ই ডিসেম্বর উপলক্ষ্যে ক্যাম্পাসকে এরূপে ফিরে পেয়ে রাবির একজন ছাত্র হিসেবে আমি উচ্ছ্বসিত।কেননা দুটি চোখে আজ যতবারই ক্যাম্পাসের এমন বর্নালী সাজ দেখেছি ততবারই মনের কোণে বিজয়ের চেতনা নাড়া দিয়ে উঠেছে।’

একই বিভাগের শিক্ষার্থী মো. ফেরদাউস ইসলাম শুভ বলেন, ‘আজ স্বাধীনতার ৫২ বছর পূর্ণ হল। সিনিয়রদের কাছ থেকে শুনেছিলাম প্রতিবছর নানান আয়োজনে রাবিতেও এই দিনটিকে উদযাপন করা হয়। এ বছরেও তার ব্যতিক্রম নয়। বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, প্যারিস রোড, পরিবহন চত্বর, টুকিটাকি চত্বর ও বিভিন্ন আবাসিক হলগুলো যে মনকাড়া সৌন্দর্যে সাজানো হয়েছে, যা সত্যিই বলা বাহুল্য।

তিনি আরও বলেন, রাবির একজন শিক্ষার্থী হয়ে নিজেকে যেন অন্য দশ জনের থেকে একটু বেশি গর্ববোধ হচ্ছে। এতো মনমুগ্ধকর ক্যাম্পাসের শিক্ষার্থী হতে পারাটা কয়জনেরই বা কপালে থাকে। আজ এতো আনন্দের মাঝে যেন ছোটবেলার একটি কবিতা মনে পড়ে গেল, বিজয় মানে উল্লাস, বিজয় মানে চেতনা, বিজয় মানে নতুন করে, নতুন প্রজন্মের সূচনা।’

আরও পড়ুন

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভুমিকম্প

কক্সবাজারের নতুন ইউএনও মিস তানজিলা তাসনিম

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

‎শাল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন,আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ ‎

১২ বছর পর মাস্টার্সের ফল প্রকাশ : সিজিপিএ ৪ পেয়ে প্রথম শিবির নেতা

কুবিতে বাংলা বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান

বাউলদের ওপর হামলা করা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়