সোহাগ মনি, কুবি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হবেনা। আগামী ৩০ নভেম্বর সমাবর্তনের রেজিস্ট্রেশনের শেষ দিন।
এ প্রসঙ্গে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবু তাহের বলেন, 'সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। যাদের রেজিস্ট্রেশন করার তাদের এই সময়ের মধ্যেই করতে হবে।'
এছাড়াও সমাবর্তনের প্রচার উপকমিটি জানায়, যেহেতু এখানে অনেক মানুষের আয়োজনের ব্যাপার। তাই আমাদের নিশ্চিত হবে অতি কতোজন অংশ নিচ্ছেন। সে অনুযায়ী প্রস্তুতি নেয়া হবে৷ তাই সময় বাড়ানোর সুযোগ নেই।
আগামী ২০২০ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০