আহমেদ হানিফ, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর মূল ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্যে অবরোধের ঘোষণা দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ।
আজ (১৯ই সেপ্টেম্বর ২০২২) কোনো শিক্ষক কর্মচারীর বাস শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়নি, শাটল চলাচল বন্ধ আছে। এমতাবস্থায় শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে, স্থগিত হতে পারে বিভাগের প্রেজেন্টেশন ও পরীক্ষা।
দীর্ঘদিন পর ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে চলমান রয়েছে আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের।পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এতে করে সাধারণ শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। পরিস্থিতি কখন স্বাভাবিক হয় এ নিয়ে সংশয়ে শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ৬টি উপগ্রুপের নেতাকর্মীরা ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিয়েছে।
আন্দোলনরত নেতাকর্মীদের মারফতে জানতে পারি তাদের দেওয়া দাবী গুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
তাদের দাবী গুলোর মধ্যে হলো,
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কমিটি বর্ধিতকরণ, ত্যাগীদের মূল্যায়ন ও কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকুরিজীবী ও নিষ্ক্রিয়দের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।
প্রতিবেদন লেখা অবস্থায় দেখতে পেলাম শাখা ছাত্রলীগের একটা গ্রুপে মিছিলের মাধ্যমে ক্যাম্পাস প্রদক্ষিণ করছে।