ফাহিমা আক্তার,নোবিপ্রোবি:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের কার্যক্রম পরিচালনায় পুরুষ সংখ্যাধিক্য। হল কেন্টিনের সব কিছুই নিয়ন্ত্রণ করে পুরুষরাই। ফলে হলে অবস্থানরত আবাসিক ছাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। বিঘ্নিত হচ্ছে মেয়েদের নিরাপত্তা বা প্রাইভেসি।
আবাসিক ছাত্রীদের প্রশ্ন- হলে কি মেয়েরা এসব কাজ করতে পারে না? এমন প্রশ্ন এখন হলের মেয়েদের মুখে মুখে । এছাড়াও হলের খাবার পরিবেশটা স্বাস্থ্যকর না বলেও জানিয়েছেন অনেকে। খাবারে নানা রকম পোকামাকড় সহ অনেক অপরিষ্কার জিনিষ পাওয়া যায়। মেয়েদের হলে রান্নার ব্যবস্থাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। কিন্তু তারা সাম্প্রতি গ্যাস এর ব্যাবস্থা করে দিবে বলেও জানিয়েছেন হল কর্তৃপক্ষ। এতে করে একজন ছাএীর সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবারে সর্বনিম্ন ১০০ টাকারও বেশী খরচ হচ্ছে যা বহন করা একজন ছাত্রীর পক্ষে খুবই কষ্টসাধ্য। এসব সমস্যা নিয়ে প্রশাসনকে অবহিত করেছেন হলের ছাত্রীরা।
নোবিপ্রোবি প্রতিষ্ঠার ১৪ বছর পরও এখনো খাবারে কোন ভুর্তুকির ব্যাবস্থা করা হয়নি। এ বিষয়ে আবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ ও দ্রুত সমাধান কামনা করেছেন