ফারহানা সুপ্তি,নোবিপ্রবি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট' এন এস টিউ ডট এডমিশন ডট অনলাইন' সমন্বয় হীন ভাবে চলছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পেইজে রেজিস্টার মুমিনুল হকের বরাত দিয়ে জানানো হয় ভর্তি পরীক্ষার আবেদনের সময় বর্ধিত করা হয়েছে।
এ ব্যাপারে রেজিস্টারের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষ্ময় প্রকাশ করে জানান, ভর্তি পরীক্ষার আবেদনের সময় বর্ধিত করার ব্যাপারে সিধান্ত হয়েছে কিন্তু এখনো ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেয়া হয়নি!
অপরদিকে ওয়েবসাইটে তথ্য প্রকাশ কারী সাইবার সেন্টারের পরিচালক কৌশিক চন্দ্র হাওলাদার জানান,ভর্তি সংক্রান্ত সকল বিষয় দেখেন অন্যেরকম সফটওয়ার লিমিটেড, তারা এই তথ্য কিভাবে পেল আমার জানা নেই।
অন্যরকম সফটওয়ার লিমিটেড এর সাথে যোগাযোগ করা হলে তারা জানান ভর্তি পরীক্ষার যাবতীয় সংবাদের সমন্বকারী হলেন বিশ্ববিদ্যালয়ের সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোঃ ইফতেখারুল আলম ইফাত। তাঁর কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি উত্তপ্ত কন্ঠে জানান 'এটা বিশ্ববিদ্যালয় এর অভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে আমি রেজিস্টারের সাথে কথা বলবো! বিশ্ববিদ্যালয় এর কিছু হলে পরীক্ষা কমিটি দেখবে, এটা সাংবাদিকদের ইস্যু না'!
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০