ফাহিমা আক্তার ,নোবিপ্রবি :
১৬ অক্টোবর (মঙ্গলবার) রাত ৮ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ছাত্রীদের নিয়ে মিটিং করেন বঙ্গমাতা হলের প্রভোস্ট ‘শাহীন কাদির ভুঁইয়া’ ও শুভেন্দু সাহা।
হলের ছাত্রীদের কাছে খাবারের সমস্যার কথা জানতে চান তিনি এবং এর সমাধানে বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন। খাবারে বৈচিএতা এবং দাম কমানোর বিষয়েটি নিয়ে কথা বলেন ক্যান্টিন মালিক এর সাথে।
সবশেষে ছাত্রীদের প্রয়োজন অনুসারে তিনি দামের পরিবর্তনন নিয়ে আসেন। যেমন: রং চা ২ টাকা কমিয়ে এখন ৩ টাকা,তরকারি,মাছ ও ডিম তরকারি ৫ টাকা কমিয়ে যথাক্রমে এখন ১০ ও ২৫ ও ১৫ টাকা করা হয়েছে ও বিকেলের নাস্তা মানস্মত ও রকমারী আইটেম তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য,গত ২৪ সেপ্টেম্বর নোবিপ্রবির বহুল কাঙ্ক্ষিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল’চালু হয়। হলের কাঙ্খিত সমস্যা সমাধান করা ছাত্রীরা সন্তোষ প্রকাশ করেছে।