ফারহানা সুপ্তি,নোবিপ্রবি :
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাজেট নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে জাতীয় বাজেট ও জন-অর্থায়ন বিষয়ে তরুণদের মাঝে আগ্রহ সৃষ্টি এবং বাজেট বিতার্কিকদের অন্বেষণে গণতান্ত্রিক বাজেট আন্দোলন দেশব্যাপী "বাজেট অলিম্পিয়াড ২০১৯" আয়োজিত হচ্ছে।
এরই অংশ হিসেবে আগামী ২৪ অক্টোবর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বাজেট অলিম্পিয়াড ২০১৯ এর নোয়াখালী অঞ্চলের প্রতিযোগিতা।
প্রথমবারের মত নোয়াখালী রিজিওনে বাজেট অলিম্পিয়াডের আয়োজন করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের রয়েল ইকোনোমিক্স ক্লাব।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং নোয়াখালী অঞ্চলের বিভিন্ন স্বনামধন্য কলেজগুলোতে রেজিস্ট্রেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। এ অঞ্চলের সকল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের অনলাইন অথবা নিজস্ব ক্যাম্পাসে রেজিস্ট্রেশন বুথ এ নিবন্ধন করে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন নিবন্ধনের শেষ তারিখ ২০ অক্টোবর।
প্রতিযোগীদের পুরষ্কার হিসেবে একজন "ন্যাশনাল বাজেট চ্যাম্পিয়ন ও দু'জন "ন্যাশনাল বাজেট রানার্স-আপ'কে ট্রফি, সার্টিফিকেট এবং চ্যাম্পিয়নকে নগদ ১৫০০০ টাকা ও রানার্স-আপ দুইজনকে ১০০০০ টাকা ফেলোশিপ প্রদান করা হবে।
উলেখ্য, ২০১৯ সালে নোয়াখালী সহ পাঁচটি অঞ্চলে 'জাতীয় বাজেট অলিম্পিয়াড ' অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০