ফাতেমা পলি,নোবিপ্রবি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মার্কেটিং ব্যাটেল-২০১৯ এর ফাইনাল রাউন্ড ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নোবিপ্রবি বিজনেস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সুলতানা রাজিয়া তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান ড.এস.এম.নজরুল ইসলাম,সহকারী অধ্যাপক মো. মাসুম মিয়া,সহকারী অধ্যাপক মো. শফিকুল আলম এবং সহকারী অধ্যাপক মাহবুবুল হক।
এর আগে গত ২০ অক্টোবর মার্কেটিং ব্যাটেল এর প্রথম রাউন্ডে সর্বমোট তিরিশ জন অংশগ্রহণ করে প্রতিযোগিতা করে। আজ অনুষ্ঠিত ফাইনাল রাউন্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মোফতাহ্সিন শাহরিয়ার, প্রথম রানার্স আপ হয়েছেন উম্মে রুম্মান দিপা,দ্বিতীয় রানার্স আপ হয়েছেন আরাফাত রহমান এবং বেস্ট পোর্টফলিও অ্যাওয়ার্ড পেয়েছেন আব্দুল্লাহ বিন ইসলাম নাদিম।
উল্লেখ্য, মার্কেটিং ব্যাটেল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিচারকের দায়িত্ব পালন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০