এস এম মাঈনুল হক,নোবিপ্রবি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিএনসিসি ক্যাডেটদের নবীনবরণ সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সকালে মাননীয় উপাচার্যকে 'গার্ড অব অনার' এর মাধ্যমে অনুষ্টানের সূচনা হয়।
এরপর হাজী মোহাম্মদ ইদ্রিস আলী অডিটোরিয়ামের চতুর্থ তলায় আইকিউএসি রুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ মমিনুল হক, প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, বিবি খাদিজা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আতিকুর রহমান ভুঁইয়া, মালেক উকিল হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. ফিরোজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিএনসিসির নতুন ও পুরাতন ক্যাডেটবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল দিলরুবা জাহান রুমি। অনুষ্টানে উপাচার্য তার বক্তব্যে ক্যাডেটদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০