নিজস্ব প্রতিবেদক :
নানা কর্মসুচির মধ্যে দিয়ে কক্সবাজার সিটি কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
এ উপলক্ষে অধ্যক্ষ ক্য থিং অং এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান, শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা।
পরে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও প্রতিযোগিতামুলক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন। এ ছাড়াও রচনা এবং ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়া চিন বইয়ের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অধ্যক্ষ ক্যা থিং অং এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তসলিমা রশিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার সিটি কলেজের উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক গোপাল কৃঞ্চ দাশ, অধ্যাপক শাহানুর আক্তার, সহযোগী অধ্যাপক আবুল কালাম, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, প্রভাষক ওমর ফারুক, প্রবন পাল ও জহরুল ইসলাম।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক জ্যোৎস্না ইয়াসমিন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০