নিজেস্ব প্রতিবেদক
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাক্ষিক পাঠচক্র “পূর্বাভাস” এর উদ্যোগে এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। "অগ্নি থেকে আলোর যাত্রা" শীর্ষক এই অনুষ্ঠানটি সোমবার, ১ সেপ্টেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আসিফ চত্ত্বরে শুরু হয়।
এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং প্রদর্শনী পরিদর্শন করেন। নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি বিশেষ দিক ছিল ‘অনুভূতির দেওয়াল’, যেখানে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা ও অনুভূতি লিখে স্মরণানুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজক পূর্বাভাস জানিয়েছে যে, বর্তমানে চারদিকে মানবতা ও মনুষ্যত্বের গভীর সংকট বিরাজ করছে। একইসাথে, সাংস্কৃতিক চর্চা, মনীষী স্মরণ এবং গান-কবিতা, গল্প-প্রবন্ধ পাঠের প্রচলন ক্রমেই হ্রাস পাচ্ছে। এমন পরিস্থিতিতে, সাহিত্য ও সংস্কৃতির চর্চা এবং মনীষীদের স্মরণের মধ্য দিয়েই একটি নতুন জাগরণ সৃষ্টি করা সম্ভব বলে তারা মনে করেন।
সংগঠকদের মতে, কাজী নজরুল ইসলাম মানবতা, মনুষ্যত্ব, মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক। সমাজ ও রাষ্ট্রের প্রতি তাঁর যে নৈতিক দায়বদ্ধতা ছিল, তা আজও প্রাসঙ্গিক। এই আয়োজনের মূল লক্ষ্য হলো, তাঁকে স্মরণের মধ্য দিয়ে সেই দায়বদ্ধতা ও মূল্যবোধকে বাঁচিয়ে রাখা এবং সমাজে এর বৈপ্লবিক বিস্তার ঘটানো।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০