ক্যাম্পাস প্রতিনিধি :
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র রোবটিক্স ক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তি চলছে। রোবটিক্স ক্লাব অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রোবটিক্সকে জনপ্রিয় এবং প্রশিক্ষণ নিয়ে কাজ করে থাকে। বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে স্টুডেন্টদেকে হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি প্রতিযোগিতামূলক ইভেন্ট গুলোতে অংশগ্রহনের জন্য প্রস্তুত করে থাকে।
ক্লাবের অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানা যায়, সিনিয়র এক্সিকিউটিভ পজিশনের বিপরীতে সদস্য নিচ্ছে তারা। যেসব পদের জন্য সিনিয়র এক্সিকিউটিভ পজিশনের বিপরীতে সদস্য নিচ্ছে সেগুলো হলো:
রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, পাবলিক রিলেশন, মিডিয়া এবং প্রচার।
নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে ডব্লিউইউবি রোবটিক্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট(রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) নাসিম বলেন, ভার্সিটিতে নতুন সেমিস্টার শুরু হয়েছে। এক্ষেত্রে আমাদের কার্যক্রমকে আরও বেগবান করতে কমিটির মেম্বার রিক্রুট করতে হবে। আমরা এডভাইজারি প্যানেলের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে নতুন কমিটি মেম্বার ক্লাবে যুক্ত করবো।
তিনি আরও বলেন, আমরা শীঘ্রই রোবটিক্স শিক্ষা নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করবো। সাথে ওয়ার্কশপ শেষে কম্পিটিশন থাকবে।
প্রসঙ্গত,ডব্লিউইউবি রোবটিক্স ক্লাব ওয়ার্কশপের পাশাপাশি রিসার্চ এন্ড পাবলিকেশন,মোটিভেশন,ক্যারিয়ার গাইডলাইন ইত্যাদি বিষয়ে কাজ করে যাচ্ছে।