নজরুল-সোহরাওয়ার্দীর ও মোল্লা কলেজের সংঘর্ষ,
ন্যাশনাল মেডিকেলে চিকিৎসা নিতে ৪০ শিক্ষার্থী
নিজেস্ব প্রতিবেদক
'মেগা মানডে' ঘোষিত নজরুল-সোহরাওয়ার্দী ও মাহবুব মোল্লা কলেজের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় নজরুল-সোহরাওয়ার্দী কলেজের ৪০ শিক্ষার্থী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ১০ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৫ টায় ন্যাশনাল মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসা ডাঃ মাহাবুব রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সংঘর্ষের পর থেকে এ সময় পর্যন্ত আহত শিক্ষার্থীরা এখানে আসতেছেন। আমরা এ পর্যন্ত ৪০ জনকে ভর্তি করিয়েছি। ১০ জনের অবস্থা গুরুতর দেখে আমরা ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছি।
মোল্লা কলেজে যাওয়া সোহরাওয়ার্দী কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, ওখানকার শিক্ষার্থী ও এলাকাবাসী মিলে আমাদের ওপর হামলা চালিয়েছে। ঘটনাস্থলে প্রায় ৫০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এলাকাবাসীরা লাঠি, রামদা সহ দেশি অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। আমাদের প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ফিরছে।
শিক্ষার্থীদের আহত অবস্থা ও মোল্লা কলেজে আটকে পড়া বিষয়ে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, শিক্ষার্থীদের আটকে পড়ার খবর আমি শুনতেছি। ঘটনাস্থলে আমি সহ শিক্ষকরা মিলে যাচ্ছি। প্রশাসনের সহায়তায় আমি তাদের উদ্ধারের চেষ্টা করবো।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০