ঢাবি প্রতিনিধি :
ডাকসুর আজীবন সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহনকে সাদর সম্ভাষণ জানিয়ে পদযাত্রা করলো ডাকসু।
এই দুর্নীতি বিরোধী পদযাত্রা শুরু হয় দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন হতে এবং শেষ হয় কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে।
পদযাত্রায় উপস্থিত ছিলেন ডাকসুর সদস্যবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে বক্তব্য রাখেন ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।
তিনি বলেন,"মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যে সোচ্চার ভূমিকা পালন করছেন তাকে আমরা স্বাগত জানায়।এবং এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমরা আশা করছি।"
তাছাড়াও শিক্ষার্থীরা এই অভিযানের সাথে একাত্মতা পোষন করে নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণ করবেন বলে জানান।
তিনি আরো বলেন,"আমরা নিজেরাও দুর্নীতি করবনা,কাউকে করতেও দিবনা।"
তবে এই পদযাত্রায় অনুপস্থিত ছিলেন ডাকসুর ভিপি,জিএস এবং এজিএস।
অনুপস্থিতের কারন জিজ্ঞেস করলে সাংবাদিকদের জানান এজিএস সাদ্দাম হোসেন অসুস্থ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০