মুহাম্মদ ইলিয়াস
রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন পরে নতুন ভিসি নিয়োগ পেলেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সোমবার
মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে নং-০০.০০০০. ০৭৬. ১১.০০৩.২২-১৬২ তারিখ ১৯-০৯-২০২২ মূলে শিক্ষা মন্ত্রনালয়াধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডঃ সেলিনা আক্তারকে নিয়োগ প্রদান করা হয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী শর্ত সাপেক্ষে ৪বছরের জন্য এ নিয়োগ প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে । উল্লেখ্য যে রাবিপ্রবি’র ভিসি না থাকায় দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত ভিসি’র মাধ্যমে প্রতিষ্ঠানটির সকল কর্মকান্ড পরিচালনা করে আসছিলো।