কে.এস সবুজ বেপারী,ঢাবি :
যানযট! ঢাকার বাসিন্দাদের জন্য নতুন কিছু নয়। রোজকার ঘটনা এই যানযট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি এর চিত্র এটি।সোহরাওয়ার্দী উদ্যান চলছে বই মেলা। সেই সাথে চলছে রাস্তায় মেট্রোরেলের কাজ। যার ফলে টি এস সি টু শাহবাগ,দোয়েলচত্বর,ভিসি চত্ত্বর,ঢামেক পর্যন্ত সৃষ্টি হয়েছে দীর্ঘ যানযটের। প্রধান সড়কের মধ্যে ভি আই পি দের গাড়ি পার্কিং তার পাশাপাশি রিক্সা, সি এন জি,প্রাইভেটকার,মটর সাইকেলের পার্কিং যেন এই যানযট কে তীব্র থেকে তীব্রতর করে তুলছে।এ্যাম্বুলেন্স,ঢাবি,জবি,জানুর বাসের দীর্ঘ লাইন। মাত্র ২ মিনিটের পথ যেতে হচ্ছে ৩৫ থেকে ৪০ মিনিটে। দীর্ঘ যানযট দেখে ঢাবির শিক্ষার্থীরা নিজেরাই ট্রাফিক কন্ট্রোলের চেষ্টা করেন। মেলায় আগত দর্শনার্থীরা যানযটের জন্য খুবই বিরক্ত প্রকাশ করেন। শুধু পাঠক নয়,বিক্রেতারাও এই নিয়ে বিরক্ত।
জ্যামের কারণে ক্রেতার সংখ্যা কম বলে জানান তারা। ট্রাফিক পুলিশ সেখানে উপস্থিত থাকলেও তাদের কার্যক্রম চোখে পড়ার মতো নয়।ইশা খাঁ,আনন্দ,উল্লাস,মৈত্রী,বসন্ত,ক্ষনিকা, বৈশাখী,চৈতালী,উয়ারী বটেশ্বর ইত্যাদি বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদরা পড়েছে চরম বিপাকে। ৫ টার বাস,৫.৩০ এ ক্যাম্পাস ত্যাগ করতে পারে নি। তাদের দাবি যানযট মুক্ত ক্যাম্পাসের।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০