ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় সহপাঠীকে মারধরের ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ

Link Copied!

ক্যাম্পাস প্রতিনিধি: তাওহীদ জিহাদ

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় সহপাঠীকে মারধরের অভিযোগে দাখিল নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের পাঁচ শিক্ষার্থীকে টিসি (প্রত্যাহারপত্র) প্রদান করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে অধ্যক্ষ ড. হিফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

জানা যায়, গত ২৫ মে ক্লাস চলাকালীন ঘুমিয়ে পড়া শিক্ষার্থী মাজহারুল ইসলামকে অপর শিক্ষার্থী সিফাত বিরক্ত করলে দুজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিরতির সময় মাজহারুল ও কয়েকজন সহপাঠী মিলে সিফাতকে মারধরের চেষ্টা করেন। বাধা দিলে ইফতেখার ইসলামকেও পরে মারধরের শিকার হতে হয়।

তদন্তে উঠে আসে, ক্লাস শেষে বিকেলে অভিযুক্তরা সিফাতকে ধরে নিয়ে যান বালাদিল আমিন মসজিদের সামনে থেকে সিএনজি পাম্পের পাশে একটি মাঠে। সেখানে তাকে মারধর করা হয়। পরে ইফতেখারকেও হোস্টেল থেকে ডেকে এনে একই স্থানে দ্বিতীয় দফায় মারধর করা হয়। আহত ইফতেখার চিকিৎসা শেষে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানান।

ঘটনার পর মাদ্রাসা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পাঁচ শিক্ষার্থীকে টিসি দেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন—মাজহারুল ইসলাম, আব্দুল্লাহ বিন ফয়সাল, জুবায়ের বিন আলতাফ, মাহির খান ও নাসিমুল হাসান রোহান।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন টিসি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন।

মাজহারুল ইসলাম বলেন, “ঘটনাটি অনেক আগের। আমি পরীক্ষায় অংশ নিয়েছি, কিন্তু হঠাৎ টিসির নোটিশ দেওয়া হলো।”

অভিযোগ অস্বীকার করে আব্দুল্লাহ বিন ফয়সাল বলেন, “আমি মারামারিতে অংশ নেইনি, শুধু উপস্থিত ছিলাম। অথচ আমাকেও অভিযুক্ত করা হয়েছে।”

জুবায়ের বিন আলতাফ বলেন, “আমি দূর থেকে ঘটনা দেখেছি, কাউকে মারিনি।”
তার মা বলেন, “আমার ছেলেকে আগে ক্লাসে আসতে বলা হলো, পরীক্ষাও দিল। এখন হঠাৎ টিসি—বিষয়টি অস্বাভাবিক।”

মাহির খান ও নাসিমুল হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদের জেনারেল সেক্রেটারি সাইদুল ইসলাম বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

163 Views

আরও পড়ুন

গাইবান্ধা সাঘাটায় সিজু মৃত্যু ঘটনার তদন্তে এডিশনাল ডিআইজি

ছনহরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন রবিউল হোসেন আলভী

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত ব্যাবের হাতে গ্রেফতার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা ও বুলেট উদ্ধার—প্রশ্ন শিক্ষার পরিবেশ নিয়ে

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে পেকুয়ায় বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কৃষিতে প্রযুক্তির বিপ্লব গবেষক শাহিনুরের এআই মডেল উদ্ভাবন

জামায়াত আমীরের সাথে কোরিয়ার এ্যাম্বেসডর মি.পার্ক ইয়ং সিক এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

তা’মীরুল মিল্লাত গেইট : এক বছর আগে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানের স্মরণে

শান্তিগঞ্জে দাখিল ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ধ্বংস হচ্ছে ছাত্র ও যুব সমাজ
ফুলছড়িতে ইন্টারনেট ও ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায় আড়ালে জমজমাট ইয়াবা ব্যবসা

চাঁদাবাজ আর দূর্ণীতিবাজদের ধরলে হবে না প্রশ্র‍য়দাতাদেরও বিচার করতে হবে ডা. তাসনিম জারা

মৌলভীবাজারে মণিপুরী মুসলিম শিক্ষার্থী তানভীর পেল আইজিপির সম্মাননা