
ক্যাম্পাস প্রতিনিধি- তাওহীদ জিহাদ
তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী ক্যাম্পাসে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সম্ভাব্য আগস্ট ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে ট্রান্সপোর্ট সার্ভিস, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা বলে বিবেচিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা যাতায়াতজনিত সমস্যার কথা জানিয়ে আসছিলেন। এ প্রেক্ষিতে তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) বারবার এই দাবিকে প্রাতিষ্ঠানিকভাবে উত্থাপন করে। অবশেষে মাদরাসার অধ্যক্ষ, সম্মানিত ও প্রিয় ওস্তাদ ড. হেফজুর রহমান এর আন্তরিক সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগে চালু হতে যাচ্ছে এই সেবা।
প্রধান রুটসমূহ:
মিল্লাত ক্যাম্পাস → কুড়িল বিশ্বরোড
মিল্লাত ক্যাম্পাস → জয়দেবপুর
বাস সংখ্যা ও ধরণ:
বালক শাখার জন্য: ২টি দোতলা বাস
বালিকা শাখার জন্য: ২টি একতলা বাস
মোট বাস সংখ্যা: ৪টি
উদ্যোগের গুরুত্ব:
এই ট্রান্সপোর্ট সার্ভিস কেবলমাত্র যাতায়াত ব্যবস্থার উন্নয়ন নয়—বরং এটি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সময়োপযোগী ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থার সূচনা। একইসঙ্গে এটি মিল্লাত পরিবারে আধুনিকীকরণের অগ্রযাত্রার অন্যতম নিদর্শন।
এ পদক্ষেপ ছাত্রছাত্রীদের সুশৃঙ্খলভাবে মাদরাসায় আগমন-প্রস্থান নিশ্চিত করবে এবং অভিভাবকদের মনে আস্থা ও স্বস্তি এনে দেবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০