ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ক্লাস ক্যাপ্টেনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ মে ২০২৫, ২:০২ পূর্বাহ্ণ

Link Copied!

প্রতিবেদক /তাওহীদ জিহাদ

ঢাকা, ১৮ মে ২০২৫: তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘টাকসু’র উদ্যোগে দাখিল স্তরের ক্লাস ক্যাপ্টেনদের অংশগ্রহণে এক বিশেষ মতবিনিময় সভা আজ দুপুর ১২টা ৪০ মিনিটে মাদ্রাসার আইসিটি ল্যাবে অনুষ্ঠিত হয়। সভায় বিজ্ঞান ও সাধারণ বিভাগের শতাধিক ক্লাস ক্যাপ্টেন অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন টাকসুর ভিপি মুহাম্মাদ ইকবাল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ড. মুহাম্মদ হোসনে মোহাম্মদ হেফজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মুহা. মিজানুর রহমান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি সাইদুল ইসলাম, অফিস সম্পাদক মুর্তোজা হাসান ফুয়াদ, প্রচার সম্পাদক নোমান এবং দাখিল থানার সভাপতি মো. মাছুম বিল্লাহ।

সভায় ক্যাপ্টেনরা তাদের শ্রেণিকক্ষে শৃঙ্খলা রক্ষা, পাঠদানের মান উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, ক্লাব ও সহশিক্ষা কার্যক্রমে তহবিল বরাদ্দ, টিফিনের সময় নির্ধারণ, মাদ্রাসার পরিবেশ উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দেন। তাঁরা মাদ্রাসার লাইব্রেরি ও ল্যাবগুলো আধুনিকায়নের দাবি তোলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. হেফজুর রহমান বলেন, “ক্লাস ক্যাপ্টেনদের উত্থাপিত অধিকাংশ প্রস্তাবই যৌক্তিক ও সময়োপযোগী। ইতোমধ্যে ৫৪টি নতুন কম্পিউটার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরও আধুনিক সরঞ্জাম সংযোজনের কাজ চলছে। ছাত্রবান্ধব লাইব্রেরি প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুত শুরু করা হবে।” তিনি শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়েও ইতিবাচক আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মুহা. মিজানুর রহমান বলেন, “তোমাদের সব যৌক্তিক সংস্কার অতি দ্রুত বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।”

সভায় এক প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে ক্যাপ্টেনরা সরাসরি তাদের মত ও প্রশ্ন উপস্থাপন করেন।

সভা শেষে সমাপনী বক্তব্যে টাকসুর ভিপি মুহাম্মাদ ইকবাল কবির বলেন, “আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি সমস্যা সমাধানে কাজ করে যাব এবং একে একটি আদর্শ ও অগ্রসর শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করব, ইনশাআল্লাহ।”

আসর নামাজের পূর্বে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

কক্সবাজারের নতুন ইউএনও মিস তানজিলা তাসনিম

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

‎শাল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন,আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ ‎

১২ বছর পর মাস্টার্সের ফল প্রকাশ : সিজিপিএ ৪ পেয়ে প্রথম শিবির নেতা

কুবিতে বাংলা বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান

বাউলদের ওপর হামলা করা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়

কারিগরি ত্রুটিতে বন্ধ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট