“নতুন নেতৃত্বেই তৈরি হোক নতুন সম্ভাবনা”
----------
প্রতিবেদক/ তাওহীদ জিহাদ
তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)–এর তত্ত্বাবধানে পরিচালিত অন্যতম সৃজনশীল ও সংস্কৃতিমনস্ক সংগঠন তা'মীরুল মিল্লাত আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব। দীর্ঘদিন ধরে এই ক্লাবটি শিক্ষার্থীদের শিল্পবোধ, সৃজনশীলতা ও আলোকচিত্রের প্রতি আগ্রহকে লালন করে আসছে।
সাম্প্রতিক সময়ে সম্পন্ন হয়েছে ক্লাবটির ২০২৫–২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন। দায়িত্বশীলতা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই কমিটি ক্লাবের গতি ও গতিকে এগিয়ে নিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সকলের।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—
পরিচালক : সাখাওয়াত হোসেন
সহকারী পরিচালক : তাওহীদ জিহাদ
অফিস সম্পাদক : কামরান তাসনিম
অর্থ সম্পাদক : ফয়সাল আহমেদ
আইটি সম্পাদক : শফিকুল্লাহ নকিব
প্রচার সম্পাদক : মহাদী হাসান
প্রকাশনা সম্পাদক : আরাফাত ইসলাম নাইম
আর্ট ও ক্যালিগ্রাফি সম্পাদক : তাহসিন
কার্যনির্বাহী সদস্যবৃন্দ :
তাওহীদুল ইসলাম
মোঃ তাওফিক
রায়হান
আরিফ বিল্লাহ
নবনির্বাচিত এই নেতৃত্বশক্তি আগামীর তা'মীরকে আরও সৃষ্টিশীল, প্রাণবন্ত ও প্রভাবশালী একটি শিল্পভিত্তিক কমিউনিটিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাবে। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় থাকবে—চিত্রাঙ্কন কর্মশালা, আলোকচিত্র প্রদর্শনী, ক্যালিগ্রাফি প্রতিযোগিতা, ডিজিটাল আর্ট ট্রেনিং, এবং নানা আয়োজন।
তা'মীরুল মিল্লাত আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব আশাবাদী—নতুন কমিটির প্রত্যয়ে ক্লাবের শিল্পচর্চা এবং সৃজনশীল কার্যক্রম পৌঁছে যাবে এক নতুন উচ্চতায়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০