ঢাকাশনিবার , ১৬ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ

তাড়াশে চাঁদা না পেয়ে জবি শিক্ষার্থীর ওপর হামলা

প্রতিবেদক
ক্যাম্পাস সাব-ইডিটর
৬ জুন ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধামাইচ বাজার এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ছিনতাই ও চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীর নাম মো. মোসাব্বির হোসেন (২২)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৩ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার পশ্চিম সীমান্তবর্তী ধামাইচ বাজারে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদের ছুটিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দা বাহাদুরপাড়ার এলাকায় নিজ বাড়িতে যান শিক্ষার্থী মোসাব্বির। মঙ্গলবার বিকেলে তিনি তার বাবার মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী ধামাইচ বাজারে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই গ্রামের বাসিন্দা ও ধামাইচ বাজারের ব্যবসায়ী সাগর হোসেন (২৬), তার বাবা জব্বার মন্ডল (৪৫) ও তার চাচা বোরহান মন্ডল (৪০) মিলে ভুক্তভোগী শিক্ষার্থী পথরোধ করেন। এ সময় তারা ওই শিক্ষার্থীর কাছে থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা প্রথমে শিক্ষার্থী মোসাব্বিরের কাছ থেকে মোটরসাইকেলের চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

এ নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে সংঘবদ্ধভাবে তারা মোসাব্বির হোসেনের উপর লাঠি ও ইট দিয়ে আঘাত করে তাকে আহত করেন। পরে স্থানীয় বাসিন্দারা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মোসাব্বির হোসেন জানান, এ ঘটনার আগে ওই সন্ত্রাসীচক্রটি আমার স্কুল শিক্ষক বাবার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না দেওয়ায় তারা আমাকে হত্যা ও মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি। সন্ত্রাসীরা যে কোনো সময় আবারও হামলা করতে পারে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাগর। তিনি বলেন, “আমরা মোসাব্বিরকে মারধর করিনি। সে যে ছবি দেখাচ্ছে, সেগুলো কয়েকদিন আগে তার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার ছবি। তবে টাকা চাওয়ার বিষয়টি সত্যি। ২০১৪ সালে আমার বাবা তার (মোসাব্বিরের) বাবাকে বিদ্যুতের খুঁটি বসানোর কাজে এক লাখ টাকা দিয়েছিলেন। প্রায় ২০ দিন আগে আমরা তাদের বলেছি টাকার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, নইলে বাইক নিয়ে বাজারে ঢুকতে দেওয়া হবে না। পরে মোসাব্বির বাইক নিয়ে বাজারে এলে আমরা বাইকের চাবি নিয়ে নিই, কিন্তু তাকে মারধর করিনি।”

এবিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম জানান, অভিযোগপত্রটি আমরা হাতে পেয়েছি। তবে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় নি। মামলার তদন্ত চলমান রয়েছে। আজ সন্ধ্যার পর উভয় পক্ষের সাথে কথা বলা হবে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

146 Views

আরও পড়ুন

উদ্বোধনের অপেক্ষায় শান্তিগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট

জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দেয়া পর্যন্ত কোন নির্বাচন হবেনা: ড. হামিদ আযাদ

মৌলভীবাজার-৪:
জনগণের কল্যাণে রাজনীতির ময়দানে এডভোকেট আব্দুর রব

লোহাগাড়ায় নোবিপ্রবি উপাচার্য
নারী-পুরুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে

ভোলাগঞ্জে সাদাপাথর লুটেরাদের বিরুদ্ধে ও টাংঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে মানববন্ধন

কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মাঝে আমের চারা বিতরণ

মাউশি’র উপপরিচালককে শুভেচ্ছা জানালো শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালীর নেতৃবৃন্দ

৫৫তম সীরতুন্নবী (সঃ) মাহফিল বাস্তবায়নে প্রস্তুতি সভা সম্পন্ন

দোয়ারাবাজারে বিজিবির ওপর হামলার ঘটনায় করা মামলায় ২জন গ্রেফতার

উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে কক্সবাজারে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জাতীয় যুব দিবসে পলাশে র‍্যালি, আলোচনা ও সনদ বিতরণ

গাজীপুরে সাংবাদিক হত্যা : কোন পথে এগুচ্ছে বাংলাদেশ?