জবি প্রতিনিধি
দীর্ঘদিন অপরিষ্কার থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যাতিক্রমী শহীদ মিনার তড়িঘড়ি করে নামমাত্র পরিস্কার করা হয়। শহীদ মিনার পরিস্কার করা হলেও রং করা হবেনা বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
সোমবার (২০ ফেব্রুয়ারী) কয়েকজন পরিচ্ছন্ন কর্মী এ নামমাত্র পরিস্কার করে থাকেন। পরিস্কার করা হলেও আসে পাশে আগাছা, শ্যাওলা, পোস্টার এবং শহীদ মিনারে ময়লা দৃশ্যমান রয়েছে৷
শহিদ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব বিভাগ, ইনিস্টিউট, দপ্তর সহ সামাজিক সংগঠন গুলো শহীদ মিনারের বেধিতে ফুল প্রদানের নির্দেশ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এদিকে পরিস্কারের নামে পানি দিয়ে ধুয়ে ফেলা হলে বেশিভাগ অংশে আগাছা, পোস্টার সহ টাইলসে ময়লা লক্ষ্য করা যায়।
শহীদ মিনারের এমন পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ বাংলা বিভাগের শিক্ষার্থী বলেন, শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধার জায়গা, আজ এমন পরিচ্ছন্ন, রংচটা শহীদ মিনারে ফুল দিতে হবে। এটা আমাদের জন্য দুঃখ জনক।
শহীদ মিনার পরিস্কার ব্যাপারে ইংরেজি বিভাগের আকাশ বলেন, ‘ সারাবছর শহীদ মিনার অপরিষ্কার থাকে। পরিস্কার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদাসীনতা এমন উদাসীনতা মনে নেওয়ার মত নয়।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ‘শহীদ দিবস তো বছরে একবারই আসে। বছরে একবারই রঙ করা হয়ে থাকে। তবে এবার সম্ভবত বিশ্ববিদ্যালয়ের আর্থিক জটিলতার কারণে রঙ করেনি।