ঢাবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ (ডিইউএলএস)-এর সাত সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ (আংশিক) অনুমোদিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী মাহাবুবুর রহমান সবুজ এবং সাধারণ সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান আহমেদ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে “পরম্পরা: বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৪” অনুষ্ঠানে ক্লাবের চিফ মডারেটরের সম্মতি ও স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সদ্য সাবেক সভাপতি শাহনাজ পারভীন ও পরিচালনা করেন কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক নাহিয়ান ফারুক।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দায়িত্বপ্রাপ্ত নতুন সভাপতি সবুজ ও সাধারণ সম্পাদক রায়হান সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টাবৃন্দের একাংশ ।
সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আয়শা আক্তার আঁখি ও দর্শন বিভাগের শিক্ষার্থী তাসনিন আক্তার তুলি, যুগ্ম-সাধারণ সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী নাঈমা জান্নাত, সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের শিক্ষার্থী তপু রায় এবং কোষাধ্যক্ষ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জার্জিস খান।