প্রতিবেদক: তাওহীদ জিহাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) এই কর্মসূচি পালিত হবে।
বুধবার (১৪ মে) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরের সামনে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রদল। একইসাথে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানেও একই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রদল জানিয়েছে, মঙ্গলবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই নৃশংস হত্যাকাণ্ড দেশের শিক্ষাঙ্গনের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। ছাত্রদল এই হত্যাকাণ্ডে জড়িত সকল সন্ত্রাসীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।”
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে তারা।