ঢাবি প্রতিনিধি :
আজ সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হয়। অপরদিকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকও তাদের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থাকে। দু’দলের উপস্থিতিতে মধুর ক্যান্টিন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে। ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সন্ত্রাসের স্থান ঢাবি হবে না, ছাত্রদলের গালে গালে জুতা মারো তালে তালে, খালেদার গালে গালে জুতা মারো তালে তালে, তারিক্কার গালে গালে জুতা মারো তালে তালে, ছি ছি খালেদা লজ্জায় বাঁচি না, তারিক্কার চামড়া তোলে নিব আমরা, ছাত্রলীগের একশন ডাইরেক্ট একশন, এরকম বিভিন্ন উত্তেজনাপূর্ণ স্লোগান দিতে থাকে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটে।
ছাত্রদলও বাংলাদেশ জিন্দাবাদ, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জিয়া, খালেদার নামে বিভিন্ন স্লোগান দেয়।
ছাত্রদল যখন মধুর ক্যান্টিন থেকে বাহির হয়ে সাংবাদিকদের সাক্ষাতকার দেয় তখন ছাত্রলীগের কর্মীরা তাদের পিছনে গিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরর্বতীতে ছাত্রদল সিনেটর দিকে চলে যায়।