সিয়াম আহমেদ, ঢাবি।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত খ ইউনিট ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুর একটায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিস (কক্ষ নং ২১৪) থেকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করেন।
প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে এ বছর ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৫ হাজার ১৮ জন। প্রতিটি আসনে লড়েছেন ১৯ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছেন ৪২ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে ১০ হাজার ১৮৮ জন পাস করেছেন। বাকিরা পাস নম্বর ওঠাতে ব্যর্থ হয়েছে। পাসের হার ২৩ দশমিক ৭২ শতাংশ।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শুক্রবার খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বছর প্রথমবারের মতো MCQ পদ্বতির পাশাপাশি লিখিত পরীক্ষা নেয়া হয়।
Type a message...
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০