সিয়াম আহমেদ, ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতর থেকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সেলিম হাওলাদার (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, সকালে খবর পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি রসায়ন অনুষদ ভবনের নিচ তলার বাইরের গ্রিলের সঙ্গে গলায় সাদা ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। পারিবারিক অশান্তির কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, সে হাইকোর্ট এলাকায় ভবঘুরে জীবনযাপন করতো। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০