সিয়াম আহমেদ, ঢাবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবসিক হলগুলোতে দীর্ঘ দিন ধরে চলতে থাকা সমস্যাসমূহ সমাধানে আবাসিক হল এবং হোস্টেল প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ২৩ অক্টোবর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।
সভায় উপাচার্য তার বক্তৃতা বলেন, এসব সমস্যা সমাধানে হল প্রশাসনকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দিতে হবে। এসময় আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকদের নিয়ে সমন্বিতভাবে হল প্রশাসনকে কাজ করতে হবে বলে মত প্রকাশ করেন।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষক এবং প্রক্টর প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০