ঢাবি সংবাদদাতা :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত মাদারীপুর জেলার কালকিনি-ডাসার উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘কালকিনি-ডাসার উপজেলা শিক্ষার্থী পরিষদ ‘অপরাজেয়’ ২০২৩-২৪ বছরের নতুন কমিটি (আংশিক) ঘোষিত হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আবু সালেহ নিশাত এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্পকলার ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃ শহিন মিয়া ।
রবিবার (৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ক্যাফেটেরিয়াতে আংশিক কমিটি ঘোষনা করেন অপরাজেয় – এর সদ্য সাবেক সভাপতি মো: বায়েজিদ ইসলাম, সদ্য সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম।
সুন্দরবনের নব নির্বাচিত সভাপতি আবু সালেহ বলেন, ‘অপরাজেয় তার প্রতিষ্ঠালগ্ন থেকে কালকিনি-ডাসার উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং অপরাজেয় কে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে দূঢ় প্রত্যয়ী। ইতিমধ্যে আমাদের সংগঠনটি কালকিনি-ডাসারের শিক্ষার্থীদের শিক্ষা ও সাংস্কৃতিক উৎকর্ষতা সাধনের জন্য নানামুখি উদ্যোগ হাতে নিয়েছে। আমরা সবাই এক হয়ে কাজ করলে একটি আলোকিত এবং সমৃদ্ধ অপরাজেয় পরিবার গড়তে পারবো। আমাদের এই পরিবারের সদস্যরাই বিভিন্ন সেক্টরে আগামীতে কালকিনি-ডাসার মাদারীপুর সহ সমগ্র বাংলাদেশে নেতৃত্ব দিবে বলে আমি আশাবাদী।’
সাধারণ সম্পাদক শাহিন বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের সংগঠন অপরাজপয়। এর প্রতিটি সদস্য একদিন সফলতার শিখরে আরোহন করে কালকিনি-ডাসারকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। কালকিনি -ডাসার সহ মাদারীপুরের শিক্ষার্থীদের জন্য অপরাজেয় কে একটি আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো।’
প্রসঙ্গত, ঢাবি-কালকিনির বন্ধন নতুন দিনের উন্মোচন” স্লোগানকে সামনে নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে ২০১৮ সালে এবং কালকিনি হতে ২০২১ সালে ডাসার উপজেলার উৎপত্তি হলে “স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই” স্লোগানকে সামনে রেখে দুটি উপজেলার শিক্ষার্থীরা একত্রে অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে কালকিনি-ডাসার উপজেলার শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে অবদান রাখার চেষ্টা করে চলছে।
ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষামূলক ও সেচ্ছাসেবী কাজেও ভূমিকা রেখে চলছে এ সংগঠনটি। শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মতো কার্যক্রম, করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে ভালোবাসার উপহার, শিক্ষার্থীদের যেকোন সমস্যা সমাধান ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সারথি হিসেবে এ সংগঠনটি নিরলসভাবে কাজ করছে।
এছাড়া, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটি মাসিক দিক-নির্দেশনামূলক সেমিনার, সহ-শিক্ষা কার্যক্রম, শিক্ষাসফর ও বনভোজন, ঢাবিতে ভর্তিচ্ছুদের জন্য তথ্য ও পরামর্শ প্রদান, ইফতার মাহফিল ও আলোচনা সভা, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, ফুটবল খেলা এবং নারী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করে থাকে।