সিয়াম আহমেদ,ঢাবি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ২০১৯-২০ সেশনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় বাগেরহাটের দু জমজ শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।
এদের মধ্যে সাদিয়া আক্তার সুরাইয়া ৮৪৬ তম এবং নাদিরা ফারজানা সুমাইয়া ১১৬৩ তম মেধাস্থান অর্জন করে।
খোঁজ নিয়ে জানা যায়, এই দুই বোন বাগেরহাট পৌরসভার হরিণখালি গ্রামের মহিদুল হাওলাদার এবং শাহিদা বেগম দম্পতির সন্তান। তাদের বাবা পেশায় একজন সামান্য রাজমিস্ত্রী আর মা গৃহিণী। অর্থনৈতিক অনটনের কারণে তারা মেয়েদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে পারছিল না।
এদিকে এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে শনিবার বিকেলে বাগেরহাট জেলার ডিসি মো: মামুনুর রশীদ বাগেরহাট সার্কিট হাউসে ঢাবিতে চান্স পাওয়া এ দুই মেধাবী জমজ শিক্ষার্থী ও তাদের বাবা-মায়ের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের শিক্ষার সমস্ত ব্যয়ভার বহন করার আশ্বাস দেন।
প্রশাসনের এই সহায়তায় মহিদুল দম্পতি খুব খুশি হন। তারা জানান, ডিসি সাহেব তাদের মেয়েদের পড়াশুনার দায় ভার নিয়েছে এতে তারা কৃতজ্ঞ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট ভর্তি পরীক্ষা গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে ৪৩৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। পাসের হার ছিল ১৫.৪৯ শতাংশ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০