রুমান হাসান তামিম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা।
ঢাকার সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত নতুন সরকারি বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ (ডিসিইউ) প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট বিকেল এবং ২৩ আগস্ট সকালে-বিকাল দুইটি শিফটে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা কলেজের অধ্যক্ষ এবং ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, “ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সর্বশেষ সভায় পরীক্ষার সময়সূচি, কাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ২২ আগস্ট বিকালে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ২৩ আগস্ট সকালে বিজ্ঞান অনুষদ এবং বিকালে বাণিজ্যিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েট ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবে।”
আসন কম, নেগেটিভ মার্কিং, থাকবে দ্বিতীয়বারের সুযোগ!