ঢাকারবিবার , ১১ মে ২০২৫
  1. সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন চট্টগ্রামের সন্তান ড. ইসমাইল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৪, ৯:২৫ পূর্বাহ্ণ

Link Copied!

সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসাবে নিয়োগ পেলেন চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ও অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

২৬ আগষ্ট (সোমবার) তাদের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্রে জানা যায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগের অধ্যাপক। তিনি উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেলেন। পাশাপাশি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। তিনি উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন।

অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার কলাউজন ইউনিয়ন (৭নং ওয়ার্ড) রবি চাঁন সিকদার বাড়ির আলহাজ্ব আব্দুল মাবুদ সিকদারের পুত্র।

অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ১৯৭৮ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দুই ভাই তিন বোনের মধ্যে পরিবারের বড় সন্তান ও দুই সন্তানের জনক। ড.ইসমাইল এর স্কুল জীবন শুরু লোহাগাড়া উপজেলার পুর্ব কলাউজান গ্রামের মধ্যে কলাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৪ সালে প্রাইমারি স্কুল জীবনের অধ্যায় শুরু করে এবং ১৯৮৯ সালে কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। ছাত্র জীবনে ড.ইসমাইন অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন। ১৯৯৪ সালে এসএসসি পরীক্ষায় স্টার মার্কস সহ মোট ফলাফলে লোহাগাড়ার পরীক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন। মাধ্যমিক স্কুল পাঠ শেষে চট্টগ্রাম কলেজে এইচএসসি তে ভর্তি হয় ১৯৯৬ সালে এইচএসসি পরীক্ষায় তিনি উল্লেখযোগ্য মার্ক পেয়েছেন। এসএসসি পরীক্ষার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফরেস্টিতে ভর্তির জন্য মনোনীত হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফরেস্টিতে অধ্যায়ন শুরু করেন। পরবর্তী বছর ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগে চান্স পেয়ে ভর্তি হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগ থেকে বিএসসি সম্মান পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং এমএসসি পরীক্ষায় একই বিভাগ থেকে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। বিশ্বের নামিদামি সব বিশ্ববিদ্যালয়ে র‍্যাংকিং এ ১নম্বরে থাকা যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে (ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ ইউকে) ইঞ্জিনিয়ারিং (কেমিক্যাল) বিভাগ এ পিএইচডিতে ভর্তি হন এবং জানুয়ারি ২০১২ সালে ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি অধ্যায়ন শুরু করেন।

প্রায় সাড়ে চার বছর পর জুলাই ২০১৬ সালে ডক্টরের ডিগ্রী অর্জন করেন। ডক্টর ইসমাইল একজন জ্বালানি ও পরিবেশ বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ফুয়েল এন্ড পেট্রোলিয়াম টেকনোলজি, কয়লা থেকে পরিষ্কার জ্বালানি, এনার্জি কনভার্শন ইঞ্জিনিয়ারিং, ক্লিন ফুয়েল, পরিবেশ দূষণ ও বায়ু দূষণ রোধ জ্বালানি, সোলার এনার্জি, কেমিক্যাল ম্যানেজমেন্ট, গ্রীন হাউস গ্যাসের কন্ট্রোল, কার্বন ক্যাপচার হাইড্রোজেন ফুয়েল শিল্প ক্ষেত্রে ব্যবহারের জন্য বিভিন্ন ক্যাটালিস্ট তৈরি ইত্যাদি বিষয়ে পাঠদানও গবেষণা কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান লোহাগাড়ার আরেক কৃতিসন্তান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

484 Views

আরও পড়ুন

শরণখোলায় বনের রাণী লোকালয়ে! ধরা পড়েও ফিরল নিজ রাজ্যে।

বোয়ালখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

কাপাসিয়ায় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য গাফ্ফার চৌধুরীর স্মরনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে সোনাগাজীর তিন ইউনিয়নে তাঁতী দলের প্রস্তুতি মিছিল

মহেশখালীতে আলীগের নেতৃত্বে সুন্নি সমাবেশ।

বিশ্বম্ভরপুরে এক দফা-এক দাবি বাস্তবায়নে ইউএনও মফিজের অপসারণে লং ‘মার্চ ও অবস্থান কর্মসূচি

টেকনাফে পানের বরজে দুটি বস্তা থেকে১৬কোটি টাকার ইয়াবা উদ্ধার

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৭৪২বস্তা ইউরিয়া সারসহ ট্রলার জব্দ,আটক-১১

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার

স্ক্যাবিস: প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন

বিশ্বম্ভরপুরে ইউএনও এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন