আমজাদ হোসেন, ঢাবি :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং মেন্টাল হেলথ নিয়ে কাজ করা আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ; বিডি লিসেনারের সহযোগিতায় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের পরিবেশনায় বিষণ্ণতা ও আত্মহত্যা প্রবণতা: জানি বুঝি হাত বাড়াই' শীর্ষক সেমিনারে আসছেন চিত্র নায়িকা পূর্ণিমা।
বিষণ্ণতা ও আত্মহত্যা প্রবণতা: জানি বুঝি হাত বাড়াই' শীর্ষক সেমিনারটি ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- 'এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি' বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডক্টর মেহজাবিন হক , মনোবিজ্ঞানী ফয়সাল আহমেদ রাফি, অভিনেত্রী ও সংস্কৃতি কর্মী রোকেয়া প্রাচী।
সেমিনারের প্রধান আকর্ষণ চিত্রনায়িকা পূর্ণিমা ছাড়াও উপস্থিত থাকবেন, সেমিনারের প্রদান সমন্বয়ক ডাকসু সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, ডাকসু সদস্য রাইসা নাসেরসহ ডাকসুর অন্যান্য সদস্যবৃন্দ, আঁচল ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ তানসেনসহ অন্যন্য সদস্যরা। আরও উপস্থিত থাকবেন বিডি লিসেনার এবং বঙ্গমাতা হল সংসদের নেতৃবৃন্দ।
সেমিনারের প্রধান সমন্বয়ক; ডাকসু সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, ডাকসু শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যক্তিগত জীবনের দিকে আলোকপাত করতে চায়। এজন্যই মূলত এই প্রোগ্রামের আয়োজন ধারাবাহিকভাবে সব মেয়েদের হলে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল হলের ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন
আঁচল ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ তানসেন বলেন, মেন্টাল হেলথ নিয়ে কাজ করার লক্ষ্যেই আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠা। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধু একজন শিক্ষার্থীই নয়। তার উপর অর্পিত হয় পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। এ শিক্ষার্থীরাই যখন বিষণ্ণতায় ভোগে তখন দেশ বঞ্চিত হয় মেধা ও সম্ভাবনা সমূহ থেকে। বিষণ্নতার কারণে শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা যাতে নষ্ট না হয় এই সেমিনারের উদ্দেশ্য সেটাই।
সেমিনারটি সমন্বয় করবেন ডাকসু সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য ও সঞ্চালনা করবেন ডাকসু সদস্য রাইসা নাসের।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০