-মোসাঃতানজিলা, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর আয়োজনে প্রতি মাসে একটি করে মেডিকেল সিরিজ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
এর প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫)। জগন্নাথ হল ও শামসুন্নাহার হলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ক্যাম্পিং চলবে।
মেডিকেল ক্যাম্পে যে সকল সেবা থাকবে সেগুলো হলো:
প্রথমত, মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ (ডার্মাটোলজি) বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করবেন।
এছাড়াও চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট ডোজের ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী সকল শিক্ষার্থীই নির্ধারিত স্থানে এই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন বলে জানান আয়োজকরা।
উল্লেখ্য, এই ক্যাম্পিংয়ের সহযোগিতায় থাকছেন ইবনে সিনা ট্রাস্ট।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০