ক্যাম্পাস প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে মোঃ জাহাঙ্গীর আলম এবং সাধারন সম্পাদক পদে (জিএস) মোঃ ফাহিম হোসেন নির্বাচিত হয়েছেন। রবিবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৫.৩০ টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মির্জা এ টি এম তানবির রহমান। এর আগে গত জানুয়ারি মাসের ২৬ তারিখে জুম মিটিং-এর মাধ্যমে পরিবেশ বিজ্ঞান সমিতির কার্যকরী কমিটি গঠন করার নির্দেশ দেন পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম সা’দৎ।
নির্বাচনে সাংগঠনিক পদে মোঃ নাঈম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে তানবির আহমেদ তানিন, ক্রিয়া সম্পাদক পদে হিজবুল্লাহ আবির, সংস্কৃতি সম্পাদক পদে ইতু , তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আজওয়াদ রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এনামুল আহাদ আওলাদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহকারী সাংগঠনিক পদে তাজরুল ইসলাম সুমন, সহকারী ক্রিয়া সম্পাদক পদে নাহিদ হাসান, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে জাফরিন উষ্ণ, সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুমাইয়া আক্তার খুশী, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাবরিনা যূথী নির্বাচিত হয়েছেন।
নব-নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পরিবেশ বিজ্ঞান সমিতিকে আরও গতিশীল করার জন্য সবাই মিলে একসাথে কাজ করব। এছাড়া ভবিষ্যতে জাতীয় পর্যায়ের পরিবেশ বিষয়ক সকল প্রতিযোগিতায় শিক্ষার্থীদেরকে নিয়ে একসাথে অংশগ্রহণ করব।